২০২০ সালের এসএসসি পরীক্ষায় সোনাইমুড়ি উপজলায় ৩৩ টি স্কুলের ৩৮২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদেরমধ্যে ৩৫৭৩ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৯৩.৪৬ শতাংশ।
রোববার (৩১ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায় সোনাইমুড়ি উপজলায় শীর্ষ স্থান অর্জন করেছে উপজেলার ঐতিহ্যবাহী কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। শুধু তাই নয়, এসেছে সর্বাধিক এ প্লাসও।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা বোর্ড থেকে এ বছর স্কুলটির মোট ১৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে যাদের মধ্যে পাশ করেছে ১৮৩ জন। পাশের হার ৯৮.৩৯ শতাংশ। জিপিএ ৫.০০ পেয়েছে মোট ২৬ জন শিক্ষার্থী যা এ উপজেলায় অন্যান্য স্কুলের তুলনায় সর্বাধিক। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াছেকপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানে ১৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে যাদের মধ্যে ১৮৪ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৯৯.৪৬ শতাংশ। জিপিএ ৫.০০পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। তৃতীয় স্থানে রয়েছে ভূইয়ার বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানে ১৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে যাদের মধ্যে ১৫৬ জন উত্তীর্ণ হয়। পাস হার ৮৯.৬৬। জিপিএ ৫.০০ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।
কাশিপুর হাই স্কুলের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে খুশি স্কুলটির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, এমন ফলাফল অবশ্যই প্রধান শিক্ষক হিসেবে আমাকে গৌরবান্বিত করেছে। তবে এর দাবিদার আমি একা নই। স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের সমন্বিত প্রয়াসের ফলাফল এটি। তিনি এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জনাব আতাউর রহমান ভূঁইয়াকে ধন্যবাদ জানান। যার সুযোগ্য নেতৃত্বে স্কুলটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে।