নিউজ ডেস্কঃ নোয়াখালীতে প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
৭ ফেব্রুয়ারি বেলা ১০ টায় নোয়াখালী সদর হাসপাতালে তিনি ভ্যাকসিন নিয়েছেন। এ বিষয়ে জনাব একরামুল করিম চৌধুরী তাঁর ফেসবুক পেজে লেখেন-
”নোয়াখালীতে কোভিড ১৯ এর প্রথম ভ্যাকসিন নিবো বলেছিলাম।আলহামদুলিল্লাহ আজ সকাল ১০ টায় নোয়াখালী সদর হাসপাতালে ভ্যাকসিন নিয়েছি,আমি সুস্থ আছি,সকলের প্রতি অনুরোধ আপনারাও ভ্যাকসিন নিন,কোনো গুজবে কান দিবেন না। যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে দেশ, নিরাপদে থাকবে বাংলাদেশ।’
উল্লেখ্য প্রথম ধাপে ১০ হাজার ৪০০ ভায়াল বা এক লাখ চার হাজার ডোজ টিকা নোয়াখালীতে গত ৩১ জানুয়ারি এসে পৌঁছেছে। ভ্যাকসিনগুলো নির্ধারিত ইপিআই সেন্টারের কোল্ডস্টোরে রাখা হয়েছে।
জেলায় ১০টি কেন্দ্রে এ টিকাদান করা শুরু হয়েছে।