মানবতার টানে,ভয় নেই রক্তদানে” এ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের ৬ জুন এক ঝাঁক মেধাবী তরুন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় প্রতিষ্ঠা করেছিল “জীবন আলো“।
মানবতার অগ্রযাত্রায় কাজ করছে বসুরহাটেড় এই স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন আলো“। যাত্রা থেকেই সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে জীবন আলো। আজ এ সংগঠন ৪র্থ বর্ষে পদার্পণ করছে।
এ উপলক্ষে বর্তমান সময়কে বিবেচনায় রেখে শওকত আজম জাবেদের সভাপতিত্বে আয়োজন করা হয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জের সকল পেশার মানুষের আস্থার প্রতীক জনাব আবদুল কাদের মির্জার সুযোগ্য সন্তান তারুণ্যের অহংকার, ছাত্রসমাজের প্রতিনিধি জনাব তাশিক মির্জা কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক শামসুদ্দিন নোমান, বসুরহাট পৌরসভা ছাত্রলীগ সভাপতি আব্দুল আওয়াল মানিক, জীবন আলো’র সাবেক সভাপতি নজরুল ইসলাম ফয়সাল, , জীবন আলোর সহ-সভাপতি মোবারক হোসেন রিয়াদ। অনুষ্ঠান পরিচালনা করেন জীবন আলো সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফি।