করোনা ভাইরাসের সংক্রমন রোধে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলাকে ফের ৯ জুন মঙ্গলবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। যা আজ মঙ্গলবার সকাল ৬.০০ টা থেকে কার্যকর হয়েছে।
লকডাউন দুই উপজেলার প্রবেশমুখগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। শহরে কেউ ঢুকতে পারছেন না। শহর থেকে বের হতেও পারছেন না। বাজার-ঘাট সব বন্ধ রয়েছে। পুরো দুই উপজেলায় কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। লকডাউন সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য গত ৮ জুন নোয়াখালী -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একরামুল করিম চৌধুরী করোনা ভাইরাসের সংক্রমন রোধে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় কঠোরভাবে লক ডাউন পালনে সর্বস্তরের মানুষকে আহবান জানিয়েছেন।