কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুইচ এলাকা ও চর ফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চুকানী বাড়ির সামনের সড়কে অটোরিকশার চাপায় দুই শিশু নিহত হয়।
নিহতরা হলো—চর এলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন তামিম (৮) ও চর ফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ওয়াসিমের ছেলে মো.ইয়াসিন (৭)। তামিম স্থানীয় চর এলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ও ইয়াসিন চর ফকিরা মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানিয়েছে, তামিম তিন দিন আগে তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সকালে ফুফুর বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে, ইয়াসিন সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদ্রাসার কাছাকাছি রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।