নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলেজটি নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা ও জিপিএর নম্বরের সমন্বয়ে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তি নেবে। এবার কলেজটিতে মোট তিন হাজার ২৯০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
শনিবার (২৬ জুলাই) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, আগামী ২৯ জুলাই থেকে অনলাইনে এ আবেদন শুরু হবে। চলবে ৭ আগস্ট পর্যন্ত।