সোনাইমুড়ি (নোয়াখালী): গত ৫ আগস্ট, জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সোনাইমুড়ি উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা শহীদ মোহাম্মদ তানভীর (১৮)-এর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা প্রশাসন থেকে একটি প্রতিনিধি দল শহীদ তানভীরের কবর জিয়ারত করতে তার গ্রামের বাড়ি বারগাঁও ইউনিয়নের হোসেনপুর যান। এই সময় উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা জনাব আবুল বাশার এবং ৪ নং বারগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ওমর ফারুক ভূঁইয়া। তারা শহীদ তানভীরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ তানভীরের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তারা পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে মোহাম্মদ তানভীর গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন।