দি বাংলা খবর ::করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট এজেডএম মঈনুল হক চৌধুরী খোকন (৫৫)।
শনিবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অ্যাডভোকেট মঈনুল হকের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায়।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন।
তিনি বলেন, কয়েকদিন আগে অ্যাডভোকেট মঈনুল হক চট্টগ্রামে অসুস্থতা বোধ করলে ঢাকার বাসায় চলে যান। সেখানে তাকে করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (শনিবার) ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, জ্যেষ্ঠ এই আইনজীবীর মৃত্যুতে আমি সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Leave a Reply