দি বাংলা খবর:: হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করছেন মো. শাহিদুল আলম। আজ ১১ জুলাই তিনি হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
এর আগে তিনি মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব ছিলেন। গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাকে হাটহাজারী উপজেলায় বদলি করা হয়।
চলতি বছরের ৭ জানুয়ারি তিনি মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব হিসেবে যোগদান করেছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর।
Leave a Reply