২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ২২৮ জনের করোনা শনাক্ত। উপজেলা জেলা ভিত্তিক তথ্য – নোয়াখালী সদর-৫৯জন, সূবর্ণচর-০৭জন, হাতিয়া-০৬জন, বেগমগঞ্জ-১৫জন, সোনাইমুড়ি-১৫জন, চাটখিল-১৮জন, সেনবাগ-৪৬জন, কোম্পানীগঞ্জ-৪৭জন, কবিরহাট-১৫জন। (গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার (৩১.৪৪%)
জেলায় মোট আক্রান্ত-১৫৩৩১জন। (মোট আক্রান্তের হার ১৩.৭০%)।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৮৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা-৯৩৪৭জন (শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০.৯৭%)।
২৪ ঘন্টায় করোনায় মৃত্যু-০১জন (চাটখিল-০১)। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু-১৭৯জন।(মৃত্যুর হার ১.১৭%)
মৃত্যু নোয়াখালী সদর- ৩৪জন, সূবর্ণচর-০৫জন, হাতিয়া-০০জন, বেগমগঞ্জ-৬০জন, সোনাইমুড়ি-১৩জন, চাটখিল-২০জন, সেনবাগ-২০জন, কোম্পানীগঞ্জ-০৪জন, কবিরহাট-২৩জন।
২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-৭৩৬জন।আজকের প্রাপ্ত ফলাফল-৭২৫জন।
পজিটিভ -২২৮জন। নেগেটিভ-৪৯৭জন।
সূত্রঃ সিভিল সার্জন নোয়াখালী।
Leave a Reply