নিউজ ডেস্কঃ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট-ফেনী সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও এক রাউন্ড কার্তুজ জব্দ করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
Leave a Reply