নিউজ ডেস্ক: সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা’র সাবেক অধ্যক্ষ প্রফেসর মাওলানা নূর মোহাম্মদ রোববার রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সকাল ১০টায় ফেনীর সোনাগাজী উপজেলাধীন চর লক্ষিগঞ্জ মাদ্রাসা ময়দানে তার নামাজে জানানা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। তিনি করোনা পজেটিভ ছিলেন। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে তার মৃত্যু হয়।
প্রফেসর মাওলানা নূর মোহাম্মদের মৃ্ত্যুতে শোক প্রকাশ করেছেন হাফেজ আবদুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ট্রাস্টিবোর্ডের সেক্রেটারি জনাব মোহাম্মদ শামসুল হুদা ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন।
বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
Leave a Reply