নিউজ ডেস্কঃ সুবর্ণচরে সাপের কামড়ে মো: সিরাজ উদ্দিন (৫২)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত মো:সিরাজ উদ্দিন উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের সাহেবের হাট এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে রিয়াজ উদ্দিন বলেন, গতকাল দুপুরে তার বাবা( সিরাজ উদ্দিন) বাড়ির পাশের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। এ সময় জমির আইলে তাকে একটি সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তিনি ক্ষতস্থান বেঁধে বাড়িতে চলে আসেন এবং সাপে কামড়ানোর কথা বলেন। পরে আমরা স্থানীয় একজন ওঝাকে বাড়িতে ডেকে আনলেও কোন সাড়া মেলেনি। পরে ওনার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সুবর্ণচর মাইজদি সড়কের সোনাপুরে তিনি মারা যান।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়েছে।
এঘটনায় চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জিয়াউল হক বলেন, বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।
Leave a Reply