1. admin@noakhalinews24.com : admin :
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৭২ জন করোনা রোগী শনাক্ত। নোয়াখালী সদর-১১, সুবর্ণচর-০১, হাতিয়া-০০, বেগমগঞ্জ-২১, সোনাইমুড়ি-১৯,চাটখিল-০৭,সেনবাগ-১৩,কোম্পানীগঞ্জ-০০ এবং কবিরহাট-০০ জন।

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের নতুন আমির নিযুক্ত হয়েছেন সংগঠনটির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।

সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দিয়েছেন।

প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মুহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানও ছিলেন। এর আগে আল্লামা আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান আল্লামা জুনায়েদ বাবুনগরী। ডায়াবেটিস ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

জুনায়েদ বাবুনগরী ৫ মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। ১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল হাসান ও মাতা ফাতেমা খাতুন। হারুন বাবুনগরী তার নানা।

ভাল লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
© noakhalinews24 2021 All rights reserved
Theme Customized By BreakingNews