নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক ইয়াবা বিক্রেতা সাদ্দামের নেতৃত্বে মাহবুবুর রহমান (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরপরই পুলিশ ওই ইয়াবা বিক্রেতার বাবা অচি আলমকে আটক করেছে।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেরি পাড়ার দেলু বেপারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর আলম জানান, নিহত মাহবুবুর রহমান একই এলাকার সাদ্দাম হোসেনের সঙ্গে চলাফেরা করতেন। শনিবার (২৭ নভেম্বর) মাহবুব সাদ্দামের কাছে কিছু ইয়াবা দেখতে পান। এরপর তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে (মেম্বার) জানিয়ে দেওয়ার এবং সাদ্দামকে ইউপি সদস্যের কাছে সোপর্দ করার হুমকি দেন।
এনিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ইয়াবা বিক্রেতা সাদ্দাম রোববার সকালে মাহবুবুরকে মোবাইলে ধন্যপুর গ্রামে ডেকে আনেন। সেখানে সাদ্দাম, তার বাবা অচি আলম ও ভগ্নিপতি চৌধুরী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মাহবুবুর ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অচি আলম নামে অভিযুক্ত এক আসামিকে আটক করে।
এসআই জাফর আলম আরও জানান, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ আরো গভীরভাবে খতিয়ে দেখছে। তদন্ত শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। (সূত্র: বাংলা নিউজ২৪)
Leave a Reply