ঈশ্বরের দোহাই দিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে খ্রিষ্টানদের পবিত্র প্রার্থনা ‘অ্যাঞ্জেলাস প্রেয়ার’ অনুষ্ঠানের সময় পোপ এ আহ্বান জানান।
এ সময়, পোপ ফ্রান্সিস ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ইউক্রেনের বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন’ বলে আখ্যায়িত করে শান্তি আনয়নে বিশ্ব শক্তিগুলোর কাছে আহ্বান জানান।
পোপ বলেন, ‘ঈশ্বরের দোহাই, যারা এই যুদ্ধের ভুক্তভোগী তাঁদের আর্তনাদ শোনা দরকার। ইউক্রেনে হামলা বন্ধ হোক।’
পোপ আরও বলেন, ‘ইউক্রেনে শিশুদের হাসপাতালে বোমা হামলা, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা বর্বরোচিত এবং কোনো বৈধ কৌশলগত কারণ ছাড়াই করা হচ্ছে। শিশু, নিরপরাধ মানুষ ও বেসামরিকদের হত্যার যে বর্বরতা তা যে বৈধ সেটি বিশ্বাস কারার কোনো কারণ নেই।’
পোপ ফ্রান্সিস আরও বলেন, ‘যুদ্ধ ইউক্রেনের শহরগুলোকে কবরস্থানে পরিণত করার আগেই অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন বন্ধ করা প্রয়োজন।
Leave a Reply