আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। সব স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে ক্লাস শুরু করা নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়েছে আদেশে। বিভাগ থেকে আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
স্কুল-কলেজগুলোকে মঙ্গলবার থেকে পুরোদমে পাঠদান শুরু হলেও সরকার নির্ধারিত কোনো রুটিন এখনই দেয়া হচ্ছে না। এ দিন থেকে বিভিন্ন মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজে শিক্ষার্থীদের নিজস্ব রুটিনে ক্লাস নেয়া হবে। পুরোদমে ক্লাস শুরু করতে মাধ্যমিক স্কুল-কলেজগুলোকে শিক্ষার্থীদের দুর্বলতা খুঁজে বের করে সে অনুসারে ক্লাস রুটিন সাজাতে হবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, করোনায় যখন সশরীরে ক্লাস বন্ধ ছিলো তখন আমাদের স্কুল-কলেজগুলোতে সবাই সমানভাবে ক্লাস নিতে পারেনি। মঙ্গলবার থেকে পুরোদমে স্কুল কলেজগুলোতে ক্লাস শুরু হচ্ছে। আমার স্কুল-কলেজগুলোকে তাদের শিক্ষার্থীদের দুর্বলতা খুঁজে বের করে নিজেদের মত করে রুটিন করার স্বাধীনতা দিচ্ছি। যাতে তারা তাদের শিক্ষার্থীদের দুর্বলতাগুলো খুঁজে বের করে তা পূরণে ব্যবস্থা নিতে পারে।
তিনি বলেন, এছাড়া এনসিটিবির সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারাও একটি রুটিন করছেন। তারা হয়তো তা আমাদের দেবেন। কিন্তু তার আগ পর্যন্ত স্কুল-কলেজগুলো নিজস্ব রুটিনে তাদের শিক্ষার্থীদের পুরোদমে ক্লাস নেবেন।
Leave a Reply