মঞ্চে আসছে নতুন নাটক- বনফুরলের ফুল

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩

আগামী ৪-৫ আগস্ট ২০২৩ রোজ শুক্র ও শনিবার সূত্রধার নাট্যদলের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নতুন নাটক বনফুরলের ফুল। স্থান কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবিবাজার, সিলেট। প্রতিদিন সন্ধ্যা সাতটা । সুফি সুফিয়ানের রচনা ও আবদুল্লাহ আশরাফের মঞ্চ-আলো এবং নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন–সুতপা বিশ্বাস পল্লবী, শাহ শরীফ উদ্দিন, হাসান লিমন, সৃজন চন্দ মন, সৌরভ রায় শাওন, নাহিয়ান চৌধুরী নাফি । সংগীত আয়োজন করেছে পল্লবী মৌ। সংগীত প্রক্ষেপণ করবেন আহমেদ সাইফ। বনফুরলের ফুল একটা ভুতূরে সমাজের গল্প। যেখানে ঘুরে বেড়ায় ভোগের ঘোড়ার সওয়ার হওয়া কতিপয় মানুষ । যারা প্রাপ্তির লোভে ফরমান করে নতুন আইন। লোকপৃথিবীর ধূর্ত অন্ধকার, নারী জন্মের ক্ষোভঘৃণা আর নগাই সাপের উত্থিত ফণার মুখোমুখি হতে চাইলে বনফুরলের ফুলের জগতে আপনাকে স্বাগতম।